
বলিউডের কিংবদন্তি গায়ক মুকেশের নাতি নীল নিতিন মুকেশ। তবে তিনি সংগীতের পরিবর্তে অভিনয়কে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন। যদিও এখনও পর্যন্ত তিনি তেমন বড় সাফল্য পাননি।
সম্প্রতি নিউ ইয়র্ক বিমানবন্দরে একটি অস্বস্তিকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন নীল। সেখানে তাকে ইমিগ্রেশন অফিসার আটক করেছিল এবং তার ভারতীয় পাসপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। অভিনেতা যে ভারতীয়, তা বিশ্বাস করতে পারেননি ইমিগ্রেশন অফিসাররা।
এক সাক্ষাৎকারে নীল জানান, ভারতীয় পাসপোর্ট থাকা সত্ত্বেও অভিবাসন কর্মকর্তারা তার জাতীয়তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তিনি বলেন, ‘আমি যখন ‘নিউ ইয়র্ক’ সিনেমাটি করছিলাম, সেই সময়ই আমাকে নিউ ইয়র্ক বিমানবন্দরে আটক করা হয়েছিল। তারা বিশ্বাস করতে চায়নি যে আমি ভারতীয়। এই ঘটনা তখন বেশ বড় খবর হয়ে দাঁড়িয়েছিল। এমনকি তারা আমাকে নিজের পক্ষে কিছু বলারও সুযোগ দেয়নি।’
নীলের কথায়, ‘চার ঘণ্টা পর তারা এসে জিজ্ঞেস করল, “তোমার কী বলার আছে?” আমি শুধু বললাম, “আমাকে গুগল করুন।” তখন তারা এতটাই বিব্রত হয় যে তারা আমার উত্তরাধিকার, আমার ঠাকুরদা এবং আমার বাবা সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে।’
প্রসঙ্গত, নীল সর্বশেষ অ্যাকশন কমেডি ‘হিসাব বারাবার’ ছবিতে অভিনয় করেছেন। অশ্বিনী ধীর পরিচালিত এই ছবিতে কীর্তি কুলহারি, রেশমি দেশাই এবং ফয়জল রশিদের মতো অভিনেতারাও রয়েছেন।