১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার
৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাহরাইনে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক

শেয়ার করুন

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিগ্যাল অ্যাফেয়ার্স এবং মানবাধিকার বিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত ইউসুফ আব্দুল কারিম বুচেরির সঙ্গে বৈঠক করেছেন।

বাহরাইনের বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে, গত ৩০ জানুয়ারি বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিগ্যাল অ্যাফেয়ার্স এবং মানবাধিকার বিষয়ক মহাপরিচালকের দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ করে ফ্যামিলি ভিসা প্রক্রিয়া সহজকরণসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

মহাপরিচালক রাষ্ট্রদূত ইউসুফ আব্দুল কারিম বুচেরি দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, মোবাইল কনস্যুলার ক্যাম্প এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজনের জন্য চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েসের ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে দূতাবাসের তৃতীয় সচিব মোহাম্মদ মামুনুর রশিদ তালুকদারও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন