১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আমিরের তৃতীয় বিয়ের গুঞ্জন, পাত্রী কে?

শেয়ার করুন

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন চলছে। সাবেক স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর, অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। কিছুদিন আগে, আমিরের পরিবারের সঙ্গে ফাতিমাকে দেখা যাওয়ার পর এই গুঞ্জন আরও জোরালো হয়েছিল।

তবে সম্প্রতি শোনা গেল নতুন খবর! ৫৯ বছর বয়সী আমির খান নাকি তৃতীয়বার বিয়ে করার পরিকল্পনা করছেন। বলিউড সূত্রের খবর, এ বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। তবে, পাত্রী কে, এ প্রশ্ন এখনও অমীমাংসিত।

সূত্র অনুযায়ী, এবার দক্ষিণ ভারতের এক লাস্যময়ী নারীর সঙ্গে সম্পর্কের জালে বাঁধা পড়েছেন আমির। এই সম্পর্ক নিয়ে তিনি বেশ সিরিয়াস, এবং ইতোমধ্যে তার পরিবারের সদস্যদেরও ওই নারীটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। যদিও নারীর পরিচয় গোপন রাখা হয়েছে, তবে এটা নিশ্চিত যে আমিরের পরিবারের সদস্যরা তাকে বেশ পছন্দ করেছেন।

আমির খান তার প্রাক্তন স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। প্রথম স্ত্রী রিনা দত্ত ও দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে তার বন্ধুত্ব এখনও অটুট। তিনি নিয়মিত তাদের সঙ্গে দেখা করেন, এবং বিচ্ছেদের পরেও কোনও তিক্ততা নেই। ৫৯ বছর বয়সে, প্রেম এবং সম্পর্ক নিয়ে আমির খান এখনও বেশ উজ্জ্বল!

 

শেয়ার করুন