
সরকার পতনের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “এত মানুষ হত্যার পরও শেখ হাসিনা কীভাবে কর্মসূচি ঘোষণা করেন? যে দেশে এত হত্যাযজ্ঞ হয়েছে, সেখানে একজন নেতাকে তো ফাঁসির মঞ্চে ঝুলতে হবে।”
বুধবার (২৯ জানুয়ারি) সকালে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত প্রদর্শনী পরিদর্শনকালে এসব মন্তব্য করেন তিনি।
সারজিস আরও বলেন, রাজনীতিবিদরা তরুণদের চিন্তাভাবনাকে হুমকি হিসেবে দেখছেন। তিনি বলেন, “যদি তরুণদের নেতৃত্ব দিতে না দেওয়া হত, তবে আগামী এক দশকেও স্বৈরশাসনের অবসান সম্ভব হত না। তরুণদেরকেই দেশের নেতৃত্বে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও দাবি করেন, “বর্তমান রাজনীতিবিদরা এই প্রজন্মের সংস্কৃতি এবং মানসিকতার সঙ্গে খাপ খাইতে পারছেন না। তারা কেবল নিজেদের স্বার্থে চিন্তা করেন, যা তাদের প্রধান সমস্যা।”
সারজিস বলেন, “অভ্যুত্থানের পর চিন্তাভাবনায় ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। আমরা যেভাবে চাই, তথাকথিত রাজনীতিবিদরা সে ভাবে ভাবছেন না। তাদের চিন্তা-ভাবনা হলো, ‘যে বসছে, সে আমার স্বার্থে উপকার করবে কি না।’”
তিনি শিক্ষার্থীদের রাজপথে নামার প্রয়োজনীয়তা নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “অভ্যুত্থান সময় আমরা রাজপথে নামেছিলাম, তবে এখন তরুণদের সামনে নতুন দাবি হচ্ছে, সত্যকে সত্য এবং অন্যায়কে অন্যায় বলা। যারা সংসদে পলিসি মেকার হতে চান, তাদের সতর্ক থাকতে হবে।”