১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ভোটার হতে নারীদের উৎসাহিত করতে হবে : ইসি সানাউল্লাহ

শেয়ার করুন

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জন্মনিবন্ধন সংক্রান্ত যেকোনো জটিলতার কারণে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ভোটার হওয়ার সুযোগ থেকে যেন কেউ বাদ না পড়ে, সে জন্য সতর্ক থাকতে হবে। এছাড়া নারীদের ভোটার হওয়ার জন্য উৎসাহিত করতে হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও তথ্য সংগ্রহকারীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, বর্তমানে পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা ৩০ লাখ কম। বিশেষ করে ছবি তোলার কারণে অনেক নারী ভোটার হতে ইচ্ছুক নয়। এই বিষয়টি সমাধান করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রয়োজনে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সাহায্য নেয়া যেতে পারে।

এছাড়া তিনি সতর্ক করে বলেন, কোনো বিদেশি যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হয়, বিশেষ করে রোহিঙ্গারা যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হতে পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. আফতাবুউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে এলাহী, সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন, বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পবিত্র চন্দ্র রায় এবং ভোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু।

 

শেয়ার করুন