
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের মধ্যাঞ্চলে ঘোড়ার গাড়িতে হামলা চালিয়ে এক শিশুকে হত্যা করেছে ইসরায়েল। ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, এ হামলায় আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, নিহত শিশুটি তাদের সেনাদের জন্য ‘হুমকি’ ছিল, তাই তাকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
বিপরীতে, আল-আওদা হাসপাতাল জানিয়েছে, তারা নিহত শিশুটির মরদেহ এবং আহত তিনজনকে পেয়েছে। নিহত শিশুটির নাম নাদিয়া মোহাম্মদ আল-আমাউদি। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে ঘোড়ার গাড়িতে ইসরায়েলি সৈন্যরা গোলাবর্ষণ করে, যার ফলে শিশুটি নিহত হয় এবং তিনজন আহত হয়।
এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী আরও দাবি করেছে, তারা গাজার উত্তরাঞ্চলে একজন ফিলিস্তিনিকে গুলি করেছে, যাকে তারা ‘হুমকি’ মনে করেছিল। ওই ব্যক্তির বিরুদ্ধে ইসরায়েলি বাহিনী সতর্কীকরণ গুলি চালায়, তবে তিনি সরে না গেলে অতিরিক্ত গুলি চালানো হয়।
গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও, ইসরায়েলি হামলায় ১১ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে, এবং গাজার ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।