
চার বছর আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন ওপার বাংলার খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জি। কিন্তু শোনা যাচ্ছে, তাদের সংসারে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে, যা বেশ কিছুদিন ধরেই চলছে।
সম্প্রতি সৃজিত মুখার্জি তার প্রাক্তন প্রেমিকা ঋতাভরী চক্রবর্তীকে সঙ্গে নিয়ে একটি পোস্ট দেন, যা নতুন জল্পনা সৃষ্টি করেছে। পোস্টে সৃজিত লিখেছেন, ‘জমাখরচ হিসেবনিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছ? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছ?’ এই বার্তা দেখে অনেকেই মনে করেছেন, দীর্ঘদিন পর পুরোনো বন্ধুত্বকে নবজীবন দিতে সৃজিত ও ঋতাভরী সাক্ষাৎ করেছেন।
তবে টালিপাড়ায় আরেকটি গুঞ্জন উঠে, তাদের সেই সাক্ষাতের পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। শোনা যাচ্ছে, বন্ধুত্বের খাতিরে নয়, বরং সৃজিত তার আগামী সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে ঋতাভরীকে কাজের প্রস্তাব দিতে চান। ছবির শুটিং এতদিন পিছিয়ে থাকলেও, প্রযোজক রানা সরকারের কাছ থেকে শোনা গেছে, এই ছবির শুটিং খুব শিগগিরই শুরু হবে। তবে প্রযোজক জানিয়েছেন, ছবির সম্পর্কে বিস্তারিত জানানো এখনও আগে সময় নয়, যথা সময়ে সবাই জানবেন।