১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারে থেকে শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিলে রাজনৈতিক দলগুলো মেনে নেবে না’

শেয়ার করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যদি শিক্ষার্থীদের প্রতিনিধি অন্তবর্তীকালীন সরকারের অংশ হয়ে থাকে, তবে তারা নিরপেক্ষ থাকতে পারবে না, এবং যদি তারা সেই অবস্থান থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তবে অন্যান্য রাজনৈতিক দলগুলো এটি মেনে নেবে না। তিনি বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন। সাক্ষাৎকারটি দুই পর্বে নেয়া হয়েছে, এবং প্রশ্নোত্তর করেন মীর সাব্বির, বিবিসি বাংলার সম্পাদক।

এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, “যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে, তাহলে তো তারা নিরপেক্ষ থাকতে পারবে না। এটা একটি সম্ভাব্য পরিস্থিতি। তবে, যদি তারা সরকারে থেকেই নির্বাচন করতে চায়, তাহলে অন্য রাজনৈতিক দলগুলো তা গ্রহণ করবে না।”

এছাড়া, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, “এটা নির্ভর করবে আওয়ামী লীগ আসবে কি না, যদি তারা আসতে চায়, আসবে; যদি না আসতে চায়, তাহলে আসবে না। আমাদের এখানে কিছু বলার নেই। আমরা স্পষ্টভাবে বলছি, কোন দল নির্বাচনে অংশ নেবে বা নেবে না, সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। নির্বাচনের পরিবেশ তৈরি করবে নির্বাচন কমিশন, এবং আমরা মনে করি, কোনো দলকে নিষিদ্ধ করার দায়িত্ব আমাদের নয়। আমরা চাই, সবকিছু জনগণের মাধ্যমে নির্ধারিত হোক।”

 

শেয়ার করুন