১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

যার অস্ত্রোপচার হয়েছে, তিনি কীভাবে নাচতে নাচতে বাড়িতে ঢুকলেন’

শেয়ার করুন

হামলার পর সাইফ আলি খান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। শিরদাঁড়ায় গেঁথে থাকা আড়াই ইঞ্চির ছুরির ফলা সরাতে ছয় ঘণ্টার অস্ত্রোপচার করা হয়। এরপর প্রায় পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা।

মঙ্গলবার সাইফ হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। তখন তার পরনে ছিল সাদা শার্ট ও জিনস। বাঁ হাতে ব্যান্ডেজ বাঁধা এবং পরিষ্কার চেহারা নিয়ে ক্যামেরার সামনে উপস্থিত হন তিনি। হাসিমুখে হাত নেড়ে সবাইকে জানান, তিনি ভালো আছেন। এমনকি বৃদ্ধাঙ্গুষ্ঠ উঁচিয়ে নিজের সুস্থতার বার্তাও দেন।

তবে তার এমন দ্রুত সুস্থ হয়ে ওঠা নিয়ে প্রশ্ন তুলেছেন শিবসেনার প্রাক্তন সাংসদ সঞ্জয় নিরুপম। তিনি বলেন, “চিকিৎসাবিজ্ঞানের এতটা উন্নতি হয়েছে যে, ছয় ঘণ্টার অস্ত্রোপচার করানোর পরও চার দিনের মধ্যে সাইফ একেবারে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন! এটা কীভাবে সম্ভব? পরিবারের উচিত এই বিষয়ে সঠিক তথ্য জানানো।”

এছাড়া সঞ্জয় চিকিৎসকদের দিকেও প্রশ্ন তুলে বলেন, “কীভাবে এমন গুরুতর অস্ত্রোপচারের পর সাইফ এত দ্রুত সুস্থ হয়ে গেলেন?”

তবে সঞ্জয়ের মন্তব্যের তীব্র সমালোচনা করেন শিবসেনার বর্তমান নেতা আনন্দ দুবে। তিনি পাল্টা মন্তব্য করেন, “সঞ্জয়কে উচিত লীলাবতী হাসপাতালে নিজের মাথার চিকিৎসা করানো।”

এ ঘটনার পর বান্দ্রার মতো অভিজাত এলাকায় এমন হামলার ঘটনায় বলিউড তারকারা হতবাক। মুম্বাইয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। তবে সাইফের দ্রুত সুস্থ হয়ে ওঠার বিষয়টি অনেকের কাছেই বিস্ময়ের।

 

শেয়ার করুন