১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াশায় মোড়ানো ঢাকা

শেয়ার করুন

গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকায় শীতের তীব্রতা তেমন একটা ছিল না। শীতের প্রস্তুতি হিসেবে মোটা পোশাক পরলেও পড়তে হয়েছে অস্বস্তিতে। তবে বুধবার (২২ জানুয়ারি) থেকে আবহাওয়ার চিত্র বদলে যায়। ঘন কুয়াশার কারণে সূর্য উঠতে বেলা গড়িয়ে যায়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকে ছিল রাজধানী। এতে গত কয়েকদিনের তুলনায় শীতের অনুভূতি আজ বেশি।

এ কুয়াশার প্রভাব শুধু রাজধানীতে নয়, দেশের উত্তরাঞ্চলেও বেশ তীব্র। সূর্যের দেরিতে ওঠার ফলে দিনাজপুর ও কুড়িগ্রামসহ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার মানুষ।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামী পাঁচদিনের শুরুতে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

শেয়ার করুন