
বলিউড অভিনেতা সাইফ আলী খান ৬ দিন চিকিৎসা গ্রহণের পর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে, তিনি বাড়ি ফিরেছেন বান্দ্রার ফ্ল্যাটে নয়, বরং সেখানে কিছুটা দূরের একটি বাড়িতে ওঠেছেন।
২১ জানুয়ারি, মঙ্গলবার, সাইফ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নতুন বাড়িতে যান। এদিন সকালে সাইফের মা শর্মিলা ঠাকুর এবং স্ত্রী কারিনা কাপুর খান হাসপাতালে তাকে দেখতে আসেন। এরপর দুপুর ২ টায় সাইফকে হাসপাতাল থেকে বের করে তার নতুন বাড়িতে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা সাইফকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন এবং তাকে এক সপ্তাহ পর্যন্ত বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন, কারণ তার জখম এখনো পুরোপুরি শুকায়নি।
এদিকে, সাইফ আলী খানের ওপরে হামলার অভিযোগে মুম্বাই পুলিশ মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ, যিনি বিজয় দাস নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে। ১৯ জানুয়ারি ভোরে তাকে গ্রেপ্তার করা হয় এবং আদালত তাকে পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, শেহজাদকে বাংলাদেশি হিসেবে অভিযুক্ত করা হলেও, তার আইনজীবী এই তথ্যকে অস্বীকার করেছেন এবং মামলাটিকে ‘আন্তর্জাতিক ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন। পুলিশ পুরো বিষয়টির তদন্ত করছে।