১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিগত ৩ নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বিচারের সুপারিশ

শেয়ার করুন

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বিগত তিনটি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে তদন্ত কমিশন গঠনের সুপারিশ করেছে। একই সঙ্গে হত্যা, গুম এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ব্যক্তিদের নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দেওয়ারও সুপারিশ করেছে কমিশন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, “গত তিনটি নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং শপথ ভঙ্গ করেছে। এ কারণে তাদের বিচারের আওতায় আনতে তদন্ত কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, “যারা হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনে জড়িত, তাদের রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করা জনগণের প্রত্যাশার বাইরে। তাদের নির্বাচন থেকে বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। নির্বাচনি অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই এই সংস্কারের প্রস্তাবনা দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, গত ৩ অক্টোবর ড. বদিউল আলম মজুমদারকে প্রধান করে ৮ সদস্যের ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’ গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। দুই দফায় এই কমিশনের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

 

শেয়ার করুন