১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতারণার ফাঁদে ১১ কোটি হারালেন প্রযুক্তিকর্মী

শেয়ার করুন

সম্প্রতি ডিজিটাল মাধ্যমে প্রতারণার ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অনলাইনে কেনাকাটা, টিকিট বুকিং, ই-ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে সাইবার অপরাধীরা ফাঁদ পেতে বসে রয়েছে। ভারতে সাইবার প্রতারণা নিয়ে বারবার সতর্কতা জারি করা হলেও প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই।

সম্প্রতি বেঙ্গালুরুর এক প্রযুক্তি কর্মী, বিজয় কুমার, সাইবার প্রতারণার শিকার হয়ে ১১ কোটি টাকা হারিয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, প্রতারকরা প্রথমে তাকে জানায় যে তার শেয়ার বাজারে ৫০ লাখ টাকার বিনিয়োগ এখন ১২ কোটি টাকায় পরিণত হয়েছে। এরপর তারা পুলিশ, কাস্টমস এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কর্মকর্তার পরিচয়ে বিজয় কুমারকে এক মাস ধরে ফোন করে গ্রেপ্তারের ভয় দেখাতে থাকে।

চাপের মুখে পড়ে বিজয় কুমার নিজের আধার কার্ড, প্যান কার্ড এবং কেওয়াইসি সংক্রান্ত তথ্য প্রতারকদের হাতে তুলে দেন। এই তথ্য ব্যবহার করে প্রতারকরা নয়টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ১১ কোটি টাকা হাতিয়ে নেয়। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন।

পুলিশ তদন্ত করে এলাহাবাদের একটি ব্যাংক অ্যাকাউন্টে ৭ কোটি ৫০ লাখ টাকা চিহ্নিত করে। তদন্তের সূত্র ধরে তারা সুরাটে পৌঁছায় এবং জানতে পারে এই প্রতারণার সঙ্গে ধাবাল শাহ নামের এক ব্যক্তি যুক্ত। জিজ্ঞাসাবাদে ধাবাল জানান, এই চক্রটি দুবাই থেকে পরিচালিত হয়। তাদের নির্দেশে কাজ করার জন্য তিনি দেড় কোটি টাকা কমিশন পেয়েছেন এবং চুরি করা অর্থ দিয়ে সোনা কিনেছেন। এই সোনা তিনি ‘নীল ভাই’ নামের এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে দিয়েছেন।

বর্তমানে এই

 

শেয়ার করুন