
সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়া ইলিশ মাছ নিয়ে সুখবর দিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। তারা ঘোষণা দিয়েছে, ৪৫০ থেকে ৮৫০ গ্রাম ওজনের ইলিশ ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
উদ্বোধন ও বিক্রয় কার্যক্রম:
রবিবার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার কারওয়ান বাজারের বিএফডিসি ভবনের মৎস্যবিতানে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপরই সাশ্রয়ী দামে ইলিশ বিক্রি শুরু হবে।
বিএফডিসির বক্তব্য:
বিএফডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান বলেন, ইলিশ মাছের জোগান কমে যাওয়ায় এর দাম বেড়ে গেছে। সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে ইলিশ মাছ সরবরাহের উদ্দেশ্যে বিএফডিসি এই উদ্যোগ নিয়েছে।
কার্যক্রম ও স্লোগান:
‘ইলিশ মাছের সরবরাহ ও মূল্য শৃঙ্খলে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণে’ এই সেবা কার্যক্রম চালু করেছে বিএফডিসি। বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
এই কার্যক্রমের স্লোগান নির্ধারণ করা হয়েছে:
‘স্বাদে গন্ধে অতুলনীয়—ইলিশ কিনে হোন ধন্য’।
উদ্দেশ্য:
সাধারণ মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে ইলিশ মাছ পৌঁছে দিয়ে মাছের বাজারে ভারসাম্য বজায় রাখা।
এই উদ্যোগে মাছপ্রেমী সাধারণ মানুষের কিছুটা হলেও স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।