১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান প্রতিরোধের ঘোষণা দ. আফ্রিকা বিএনপির

শেয়ার করুন

দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগের একটি অংশের উদ্যোগে আগামী ১৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য দেওয়ার আয়োজনের প্রতিবাদে প্রতিরোধের ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা বিএনপির নর্থ শাখা।

গত বৃহস্পতিবার বিএনপির নর্থ শাখার আহ্বায়ক জহিরুল আলম তরুণ, প্রধান উপদেষ্টা মমিনুল হক মমিন এবং সিনিয়র সহ-সভাপতি ইমরান আলী বাবুল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে তারা অভিযোগ করেন, শেখ হাসিনা বাংলাদেশে গুম, হত্যা, দমনপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের মাধ্যমে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেছেন। তারা বলেন, “বাংলাদেশ থেকে বিতাড়িত এই সরকারপ্রধান দেশের সম্পদ পাচার এবং জনগণের অধিকার হরণে লিপ্ত হয়েছেন। এখন তিনি দেশের বাইরে বসে ষড়যন্ত্রের মাধ্যমে তার ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছেন। দক্ষিণ আফ্রিকায় তার সহযোগীরা এই ষড়যন্ত্রে যুক্ত রয়েছে।”

বিএনপির নেতারা দক্ষিণ আফ্রিকার জাতীয়তাবাদী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এই কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, “আমরা দক্ষিণ আফ্রিকা থেকে এই স্বৈরাচারবিরোধী আন্দোলন শুরু করব এবং দেশ ও জাতির মুক্তির জন্য কাজ চালিয়ে যাব।”

আগামী ১৯ জানুয়ারির আয়োজনে প্রতিরোধ গড়ে তোলার জন্য তারা বিএনপির নেতাকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

শেয়ার করুন