১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সাইফের ওপর হামলা : কয়েক ঘণ্টার চিরুনি অভিযানে একজন গ্রেপ্তার

শেয়ার করুন

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া-এর প্রতিবেদনে জানানো হয়েছে, বান্দ্রা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়।

আরেক সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া যুবক সম্পর্কে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত কিনা, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার রাতে সাইফ আলী খানের ওপর ছুরি দিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডের খুব কাছে ছুরির আঘাত লেগেছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

মুম্বাই পুলিশ এ ঘটনায় দ্রুত তদন্ত শুরু করে এবং সাত সদস্যের একটি বিশেষ দল গঠন করে। শুক্রবার সকালে বান্দ্রা রেলওয়ে স্টেশনে অভিযান চালানোর সময় সন্দেহভাজন যুবককে সন্দেহজনক আচরণ করতে দেখা যায়। পুলিশের সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, অভিযুক্ত যুবক খান পরিবারের কোনো গৃহকর্মীর সঙ্গে পরিচিত হতে পারে। এ কারণেই তিনি লবির সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়েই সাইফের বাড়িতে প্রবেশ করতে পেরেছিলেন।

ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য মুম্বাই পুলিশ যথাযথ পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুন