
পবিত্র মক্কা ও মদিনার মসজিদের প্রখ্যাত গাইড শেখ মোস্তফা আল-দাব্বাগ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পবিত্র হারাম শরিফে হাজিদের সেবায় নিয়োজিত ছিলেন এবং বিশ্বজুড়ে মুসলিমদের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্থানীয় সময় সকালে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে। শেখ আল-দাব্বাগ হাজিদের সঠিক নিয়মে তাওয়াফ, সাঈ এবং অন্যান্য ইবাদত পালনে সহায়তা করতেন।
কাবার চারপাশের তাওয়াফ এলাকা হোক বা সাফা-মারওয়ার পথ—তার উপস্থিতি সবার জন্য ছিল এক প্রশান্তির প্রতীক। তিনি ইহরামের নিয়ম-কানুন, হজ ও ওমরাহ পালনের আদব এবং সুন্নাহ অনুযায়ী ইবাদতের পদ্ধতি শেখাতে অগ্রণী ভূমিকা পালন করতেন।
শেখ আল-দাব্বাগের অনেক উদ্ভাবনী প্রস্তাব হারাম শরিফ কর্তৃপক্ষ গ্রহণ করেছে, যেমন প্রবেশপথে জুতা রাখার জন্য ব্যাগ সরবরাহের ব্যবস্থা। তার জীবনের বিনয়, উদারতা এবং ধর্মপরায়ণতা তাকে একজন অনন্য ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি তার সাদামাটা জীবনযাপন এবং আল্লাহর ইবাদতে গভীর মনোযোগের জন্য পরিচিত ছিলেন এবং ‘জাহেদ শেখ’ নামে খ্যাতি অর্জন করেছিলেন।
বিশ্বের লাখো মুসলিম শেখ মোস্তফা আল-দাব্বাগকে জানতেন এবং তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তার অবদান ও স্মৃতি মুসলিম উম্মাহর মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।