১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

শেয়ার করুন

নারী উদ্যোক্তা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন আর নেই। তিনি ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই নিশ্চিত করেছেন তনি।

আজ বুধবার নিজের ফেসবুকে তনি লিখেছেন, “সে আর নেই। ব্যাংকক সময় রাত ৩:০৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।”

মাস কয়েক আগে গুরুতর অসুস্থ হন তনির স্বামী। তার অবস্থার অবনতি হলে ব্যাংকক নিয়ে যাওয়া হয়। সে সময় নিজের ফেসবুকে একটি আবেগপূর্ণ স্ট্যাটাস দেন তনি। সেখানে তিনি লিখেছিলেন, “জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছি। আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সব কিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি। আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা।”

তনি সবার কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ যেন তার স্বামীকে বাঁচিয়ে রাখেন। কিন্তু শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি। শাহাদাৎ হোসাইন চিরতরে চলে গেলেন এ সোশ্যাল ইনফ্লুয়েন্সারের স্বামী হিসেবে।

 

শেয়ার করুন