
শনিবার (১১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত ‘জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার বক্তব্যে তিনি আওয়ামী লীগ সরকারের সময়কালকে উল্লেখ করে বলেন, “বিশ্বের ইতিহাসে বড় ধরনের লুটপাট হয়েছে বাংলাদেশে। শেখ হাসিনা চোরতন্ত্র তৈরি করেছিলেন এবং বড় বড় কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়াই ছিল তার শাসনামলের অন্যতম বৈশিষ্ট্য।”
তিনি আরও অভিযোগ করেন যে, বিদেশে পাচার করা টাকা ব্যবহার করে কিছু গোষ্ঠী প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তারা এটিকে মৌলবাদী শক্তির উত্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এবং গণ-অভ্যুত্থানের সত্যিকারের ইতিহাস আড়াল করার চেষ্টা করছে। শফিকুল আলম বলেন, “পরাজিত শক্তি এখনো আপনাদের জঙ্গি বানানোর ষড়যন্ত্র করছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ শেখ হাসিনার শাসনামল নিয়ে সমালোচনা করে বলেন, “তিনি বৃহত্তম জেলখানা ও গোরস্থান তৈরি করেছিলেন। ফ্যাসিবাদ কোনো প্রতিষ্ঠান নয়, এটি জমিদারি ও কর্তৃত্বের প্রকাশ। আমরা সেই জমিদারি ও কর্তৃত্বের অবসান চাই।”
তিনি আরও উল্লেখ করেন, ২০০৬-০৭ সালের জরুরি অবস্থাকে রাজনৈতিক দলগুলো সঠিকভাবে অনুধাবন করতে পারেনি এবং এ ধরনের মাইনাস টু থিওরি বর্তমানে যারা অনুসরণ করছে, তারাও একই পরিণতি ভোগ করবে।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন।