১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব

শেয়ার করুন

গুঞ্জনটাই শেষ পর্যন্ত সত্যি হলো। চেন্নাইয়ে নিজের দ্বিতীয় বোলিং পরীক্ষাতেও উত্তীর্ণ হতে পারলেন না সাকিব আল হাসান। বার্মিংহামের পর চেন্নাইতেও বোলিং অ্যাকশন শোধরাতে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ হলেন এই বাংলাদেশি অলরাউন্ডার।

গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল, চেন্নাইয়ে সাকিবের বোলিং অ্যাকশন বৈধতা পায়নি। নিয়ম অনুযায়ী, পরপর দুইবার বোলিং পরীক্ষায় ব্যর্থ হলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা নিষিদ্ধ। সাকিবের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হয়েছে। তবে তিনি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে পারবেন, কিন্তু শুধুমাত্র ব্যাটার হিসেবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আওতাধীন প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গত মাসে ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে পুনর্মূল্যায়ন শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের অংশগ্রহণ নিয়ে সংশয়

এই নিষেধাজ্ঞার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বিসিবি জানিয়েছে, সাকিব যদি পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলে নিষেধাজ্ঞা উঠে যাবে। তার আগে পর্যন্ত তিনি শুধুমাত্র ব্যাটিং অলরাউন্ডার হিসেবে দলের সঙ্গে থাকতে পারবেন।

সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে ক্রিকেটমহলে চলছে নানা আলোচনা। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ আসরে সাকিবের বোলিং নিষেধাজ্ঞা দলের পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

শেয়ার করুন