১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কর্মীদের ৭০ ঘণ্টা কাজ করতে বলেন শিল্পপতি, মেজাজ হারালেন দীপিকা

শেয়ার করুন

সপ্তাহে ৭০ থেকে ৯০ ঘণ্টা কাজ করতে হবে! এমনকি রোববারেও কর্মীদের কাজ করানোর ইচ্ছা প্রকাশ করেছেন ভারতীয় প্রতিষ্ঠান লার্সেন অ্যান্ড টুব্রোর চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যম। সম্প্রতি কর্মীদের সঙ্গে একটি ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন, যা নেটদুনিয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

সাক্ষাৎকারে সুব্রহ্মণ্যমকে প্রশ্ন করা হয়, কেন একটি মাল্টি-বিলিয়ন ডলারের প্রতিষ্ঠান কর্মীদের এখনও শনিবার কাজ করাচ্ছে? উত্তরে তিনি বলেন, “আমার খুব খারাপ লাগে যে রোববারেও কর্মীদের কাজ করাতে পারছি না। যদি রোববারও কাজ করানো যেত, তাহলে আমি খুব খুশি হতাম।” তিনি মনে করেন, কর্মীদের সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করা উচিত।

সুব্রহ্মণ্যমের মন্তব্যে কর্মক্ষেত্রের ভারসাম্য এবং মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি আরও বলেন, “বাড়িতে বসে কর্মীরা কী করেন? কতক্ষণ বউয়ের দিকে তাকিয়ে থাকবেন?” চীনা কর্মসংস্কৃতির উদাহরণ দিয়ে তিনি জানান, এক চীনা ব্যক্তি তাকে বলেছিলেন, চীনারা সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করে, যা আমেরিকানদের ৫০ ঘণ্টার কাজের তুলনায় অনেক বেশি।

এই মন্তব্যের তীব্র সমালোচনা
সুব্রহ্মণ্যমের বক্তব্যের পরপরই সমালোচনা শুরু হয়। অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে লেখেন, “কীভাবে একজন উচ্চপদস্থ ব্যক্তি এ ধরনের কথা বলতে পারেন? আমি বিস্মিত।” তিনি আরও হ্যাশট্যাগ দিয়ে লেখেন, “মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ”।

প্রসঙ্গত, দীপিকা নিজেও দীর্ঘদিন ধরে অবসাদের সঙ্গে লড়াই করেছেন এবং এখন মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন। তার প্রতিষ্ঠিত এনজিও মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কাজ করে।

শুধু দীপিকাই নন, শিল্পপতি হর্ষ গোয়েঙ্কাও এই মন্তব্যের সমালোচনা করেছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে কর্মীদের অধিকারের পক্ষে আলোচনার ঝড় উঠেছে।

 

শেয়ার করুন