১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার
৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ তৈরিতে তহবিল সংগ্রহ শুরু

শেয়ার করুন

‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ নির্মাণে তহবিল সংগ্রহ শুরু

বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী-এর স্বপ্নের গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র সম্প্রসারণে তহবিল সংগ্রহ শুরু হয়েছে। এ হাসপাতাল নির্মাণ হলে ডা. জাফরুল্লাহ চৌধুরীর অসমাপ্ত স্বপ্ন পূর্ণ হবে, এমনটা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (১১ জানুয়ারি) সকালে ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতাল এর ষষ্ঠতলার গেরিলা কমান্ডার মেজর এটিএম হায়দার মিলনায়তনে তহবিল সংগ্রহ উদ্বোধন উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ক্যান্সার রোগতত্ত্ববিদ ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, যিনি মার্চ ফর মাদার মোর্চার প্রধান সমন্বয়কারী।

তিনি বলেন, “গণমানুষের স্বাস্থ্যসেবায় বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী ও তার প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্র-এর অবদান অমূল্য। তাঁর অসমাপ্ত স্বপ্ন ‘গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র’। ইতোমধ্যে ধানমন্ডি ৬ নম্বর সড়কে গণস্বাস্থ্য নগর হাসপাতাল এর ৬ষ্ঠ ও ৭ম তলায় দেশের প্রথম ক্যান্সার প্রতিরোধ বিভাগে স্তন, জরায়ুমুখ ও মুখগহ্বরের ক্যান্সার স্ক্রিনিং, কেমোথেরাপি, ক্যান্সার সার্জারি ও ব্রাকিথেরাপি সেবা চালু আছে।”

তিনি আরও বলেন, “শিগগিরই মিরপুর ১২ নম্বর এবং সাভারে ২য় ও ৩য় ইউনিট চালু হবে, এবং সারা দেশে প্রায় ৩০টি গণস্বাস্থ্য প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র-এ টেলিমেডিসিনভিত্তিক স্যাটেলাইট ক্যান্সার সেবা চালু হবে। এই প্রচেষ্টায় আপনাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”

অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন— জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. হালিদা হানুম আখতার, ইপিআই কর্মসূচির সাবেক প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. তাজুল ইসলাম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল, সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও আরবান হেলথ প্রজেক্টের প্রকল্প পরিচালক আব্দুল হাকিম মজুমদার, কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের চেয়ারপার্সন মোছাররত সৌরভ সহ অনেকে।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা ঢাকা থেকে গাজীপুর অভিমুখে একটি প্রতীকী পদযাত্রা করেন এবং লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন