১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার
৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

চার ঘণ্টা অজ্ঞান ছিলাম, সবাই ভেবেছিল মারা গেছি : আমিশা

শেয়ার করুন

২০২৩ সালে বলিউডের সুপারহিট সিনেমা ‘গদর টু’ নস্টালজিক অনুভূতি এনে দিয়েছিল ৯০-এর দশকের দর্শকদের। তবে এই সিনেমার শুটিং করতে গিয়ে অভিনেত্রী আমিশা প্যাটেল একটি বিশেষ দৃশ্যের সময় ভয়াবহ শারীরিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। এক সাক্ষাৎকারে তিনি সেই ঘটনার কথা তুলে ধরেন।

আমিশা জানান, একটি দৃশ্যে তাকে ঠান্ডা পানির মধ্যে থাকতে হয়েছিল। শুটিংয়ের আগে তিনি পরিচালক অনিল শর্মা-কে বারবার জিজ্ঞাসা করেছিলেন পানি গরম আছে কি না। পরিচালক তাকে আশ্বস্ত করেন যে পানি গরম থাকবে। কিন্তু শুটিং শুরু হলে দেখা যায় পানি ছিল বরফের মতো ঠান্ডা।

তিনি বলেন, “আমি তখন পাতলা সালোয়ার কামিজ পরে ছিলাম। আমার ওপর যখন প্রথম ঠান্ডা পানি ঢালা হয়, শরীর কেঁপে উঠেছিল। সেই বরফঠান্ডা পানিতেই পুরো দৃশ্য শুট করা হয়। এর ফলে আমার শরীর খারাপ হয়ে যায়।”

শ্যুটিং শেষ হওয়ার পর আমিশার শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছিল। সহ-অভিনেতারা তার পা ঘষে রক্ত চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। কিন্তু তারপরও তিনি জ্ঞান হারান। তাকে দ্রুত মেকআপ ভ্যানে নিয়ে যাওয়া হয়। তিনি প্রায় চার ঘণ্টা অজ্ঞান ছিলেন।

আমিশা বলেন, “চার ঘণ্টা পর যখন আমার জ্ঞান ফেরে, দেখি সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে। ওই চার ঘণ্টায় আমার সঙ্গে কী হয়েছিল, কিছুই মনে নেই। সবাই ভেবেছিল আমি হয়তো আর বাঁচব না।”

উল্লেখ্য, ‘গদর টু’ বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করে, আয় করে প্রায় ৫০০ কোটি রুপি। ২০২৩ সালের সর্বোচ্চ আয়ের ছবিগুলোর মধ্যে এটি অন্যতম ছিল। জনপ্রিয়তার দিক থেকেও সিনেমাটি দর্শকদের মন জয় করতে সক্ষম হয়।

 

শেয়ার করুন