
প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করার পাশাপাশি প্রতারণার ঝুঁকিও বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি নতুন এক প্রতারণার ধরণ, ‘ডিজিটাল অ্যারেস্ট’ বা ডিজিটাল গ্রেফতারি, অভিশাপ হয়ে উঠেছে। এটি ব্যবহার করে প্রতারকরা অনলাইনে অর্থ হাতিয়ে নেওয়া, ব্যক্তিগত তথ্য চুরি কিংবা ব্যক্তিত্বহানির মতো প্রতারণার ফাঁদ তৈরি করছে। তবে এবার এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। এক তরুণী নিজের বুদ্ধিমত্তা দিয়ে প্রতারককেই কুপোকাত করেছেন।
ঘটনাটি ভারতের লখনউয়ে ঘটেছে। বৃহস্পতিবার এক অপরিচিত নম্বর থেকে ওই তরুণীর ফোনে কল আসে। সতর্ক থাকার জন্য তিনি নম্বরটি ট্রু-কলারে চেক করেন, কিন্তু কোনো তথ্য দেখতে পাননি। এরপরও ফোন ধরতেই অপর প্রান্ত থেকে এক ব্যক্তি গম্ভীর গলায় দাবি করেন, তরুণীর ফোন নম্বর ব্যবহার করে অশালীন কার্যকলাপ চলছে এবং তার বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়েছে। তাকে থানায় যেতে হবে, না হলে পুলিশ বাড়ি গিয়ে তাকে গ্রেফতার করবে বলে হুমকি দেওয়া হয়।
তবে তরুণী ভীত না হয়ে ধীরস্থিরভাবে উত্তর দেন। তিনি বলেন, “আপনারা আমার বাড়িতে আসতেই পারেন। তবে খালি হাতে আসবেন না। আসার সময় মোমো নিয়ে আসবেন। আমি মোমো খেতে খুব ভালোবাসি। যে রাস্তা দিয়ে আসবেন, সেই পথে একটি মোমোর দোকান আছে। ওখান থেকেই নিয়ে আসুন। আর হ্যাঁ, মেয়োনিজ নিতে ভুলবেন না।”
তরুণীর এমন উত্তর শুনে প্রতারক চমকে যায় এবং সঙ্গে সঙ্গেই ফোন কেটে দেয়। পরে তরুণী বিষয়টি পুলিশের নজরে আনেন।
পুলিশ জানায়, তরুণী আগেই বুঝেছিলেন এটি প্রতারণার একটি ফাঁদ। সাম্প্রতিক সময়ে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর নামে এমন প্রতারণার ঘটনা বেড়ে গেছে। তরুণীর উপস্থিত বুদ্ধি এবং সাহসিকতা প্রতারককে ঘায়েল করতে সাহায্য করে। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে প্রশংসা কুড়িয়েছে।