১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর

শেয়ার করুন

সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদের অনুগত এক কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ওই কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়।

পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কর্মকর্তার নাম মাজেন কেনেহ। তাকে বিদ্রোহী নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসনের যোদ্ধারা মাথায় গুলি করে হত্যা করে। মাজেন কেনেহর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি আসাদের শাসনামলে বিদ্রোহীদের বিরুদ্ধে তথ্য দিয়ে অনেক যুবককে কারাবন্দি ও নির্যাতনের শিকার হতে সহায়তা করেছেন।

সংস্থাটি আরও জানায়, মাজেন কেনেহকে রাজধানীর দুম্মার এলাকার একটি গাছের সঙ্গে বেঁধে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় তার মরদেহ একটি গাছে ঝুলছে। আশপাশে শত শত মানুষ জড়ো হয়েছিল, যাদের অনেককে মোবাইল ফোনে ছবি তুলতে এবং মাজেনের মরদেহে আঘাত করতে দেখা যায়।

বিদ্রোহীদের আন্দোলনের মুখে বাশার আল-আসাদ গত ৮ ডিসেম্বর সিরিয়া ত্যাগ করে রাশিয়ায় পালিয়ে যান। এরপর বিদ্রোহীগোষ্ঠী হায়াত তাহরির-আল-শাম (এইচটিএস) ক্ষমতায় আসে এবং প্রশাসনের বিভিন্ন স্তরে আসাদপন্থীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে।

এ বিষয়ে দামেস্কের কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি বলে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

 

শেয়ার করুন