১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

‘ওয়ান ইলেভেন—এরশাদ’ কেউ পারেনি এখন তো বিএনপি অনেক শক্তিশালী

শেয়ার করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার প্রসঙ্গে ‘মাইনাস-টু’ তত্ত্বের সমালোচনা করে এর জবাব দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, “এরশাদ পারেনি, ওয়ান-ইলেভেন সরকারও পারেনি। এখন বিএনপি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কেউ যদি মাইনাস-টুর কথা মনে-মনে ভাবে, সেটা তাদের কল্পনা। বিএনপি আজ সবচেয়ে জনপ্রিয় দল। খালেদা জিয়া ও তারেক রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও নেতা। জনগণ তাদের জন্য অপেক্ষা করছে। যারা মাইনাস-টুর কথা বলে, তারা আসলে নিজেদের ইচ্ছাই প্রকাশ করছে, যা কখনো বাস্তবায়িত হবে না।”

বিএনপির শক্তি এবং ত্যাগ নিয়ে তিনি আরও বলেন, “বিএনপি অনেক ত্যাগের মধ্য দিয়ে সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে। এসব মনগড়া তত্ত্বের কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম ধাপ হচ্ছে সুষ্ঠু নির্বাচন। গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ নির্বাচনের মাধ্যমেই শুরু করতে হবে।”

১৫-১৬ বছরের আন্দোলনের ত্যাগের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, “আন্দোলন একদিনে হয়নি। এই দীর্ঘ সময়ে অনেক মানুষ ত্যাগ স্বীকার করেছেন। আন্দোলনের ভিত্তি, ত্যাগ, এবং অবদান জাতি জানে। তাই, সরকারের সঙ্গে আলোচনায় বসার ক্ষেত্রে আমাদের আন্দোলনের এই প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ।”

যুক্তরাষ্ট্রে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালামসহ যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন