১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণে আসেনি দাবানল, এখনো জ্বলছে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে গত চারদিন ধরে ভয়াবহ দাবানল তাণ্ডব চালাচ্ছে। এর মধ্যে প্যালিসেডেস ও ইটন এলাকায় আগুন সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করেছে। প্যালিসেডেস দাবানলে পুড়ে গেছে প্রায় ১৯ হাজার একর জমি। শুক্রবার (১০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল পর্যন্ত এই দাবানলের মাত্র ৬ শতাংশ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দমকলকর্মীরা।

অপরদিকে ইটনের দাবানলে পুড়ে গেছে প্রায় ১৩ হাজার একর জমি, তবে এখনও এটি একটুও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এছাড়া হার্স্ট এলাকায় পুড়েছে ৭৭১ একর জমি, যার ৩৭ শতাংশ নিয়ন্ত্রণ করা গেছে। কেনেথ দাবানলে পুড়েছে ১ হাজার একর জমি, যা ৩৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই দাবানলের কারণে ১ লাখ ৮০ হাজার মানুষকে তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে সরে যেতে বলা হয়েছে। আরও ২ লাখ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে, যাদের যেকোনো মুহূর্তে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হতে পারে।

এ পর্যন্ত দাবানলে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। আগুনে প্রায় ১০ হাজার বাড়ি, গাড়ি ও অন্যান্য অবকাঠামো পুড়ে ছাই হয়ে গেছে।

লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা আগুন থামার পর নিজেদের বাড়িঘরে ফিরে দেখেছেন, তাদের বেশিরভাগ সম্পত্তি ধ্বংস হয়ে গেছে। এ সুযোগে লুটপাটের ঘটনাও ঘটেছে। সম্পদ রক্ষায় ক্ষতিগ্রস্ত এলাকায় ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে লুটপাটের অভিযোগে অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।

 

শেয়ার করুন