১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সুদহার বাড়ছে সঞ্চয়পত্রে

শেয়ার করুন

সঞ্চয়পত্রে সুদহার বাড়াচ্ছে সরকার: সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগে অতিরিক্ত সুবিধা

সঞ্চয়পত্রে সুদহার বৃদ্ধির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সঞ্চয়পত্রের সুদহার অন্তত ১ শতাংশ বাড়ানো হবে বলে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সাড়ে সাত লাখ টাকা বা তার কম বিনিয়োগকারীদের জন্য কিছুটা বেশি সুদের হার প্রযোজ্য হবে।

নতুন সুদহারের কার্যক্রম

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ জানিয়েছে, ১ জানুয়ারি ২০২৫ থেকে সঞ্চয়পত্রের নতুন সুদহার কার্যকর হবে। জাতীয় সঞ্চয় স্কিমগুলোর সুদের হার নির্ধারণ করা হবে পাঁচ বছর ও দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হার (সর্বশেষ ছয় মাসের নিলামের ভিত্তিতে) অনুযায়ী।

সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগকারীরা অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট (০.৫০ শতাংশ) পর্যন্ত প্রিমিয়াম পাবেন। ফলে ছোট বিনিয়োগকারীদের জন্য সুদের হার সামান্য বেশি থাকবে।

নতুন সুদহার

সরকার জানুয়ারি থেকে জুন ২০২৫ পর্যন্ত সঞ্চয়পত্রের সম্ভাব্য সুদহার নির্ধারণ করেছে।

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র:

সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে: ১২.৪০%

সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে: ১২.৩৭%

পূর্ববর্তী হার: ১১.২৮%

তিন বছর মেয়াদি তিন মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্র:

সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে: ১২.৩০%

সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে: ১২.২৫%

পূর্ববর্তী হার: ১১.০৪%

পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র:

সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে: ১২.৫৫%

সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে: ১২.৩৭%

পূর্ববর্তী হার: ১১.৭৬%

 

প্রজ্ঞাপন শিগগিরই

প্রধান উপদেষ্টা ইতিমধ্যে নতুন সুদহার প্রস্তাব অনুমোদন করেছেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।

এই নতুন উদ্যোগে ছোট বিনিয়োগকারীরা বেশি উপকৃত হবেন এবং এটি অর্থনীতিতে বিনিয়োগ উৎসাহিত করবে বলে ধারণা করা হচ্ছে।

 

শেয়ার করুন