১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়েছে খালেদা জিয়াকে

শেয়ার করুন

লন্ডন ক্লিনিকে ভর্তি খালেদা জিয়া, চিকিৎসা করবেন অধ্যাপক প্যাট্রিক কেনেডি

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনের একটি বিশেষায়িত ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন।

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তার চিকিৎসার বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

এর আগে মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওনা দিয়ে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৫৯ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা।

মায়ের সঙ্গে দেখা করার মুহূর্তে তারেক রহমান আবেগাপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরেন। সেখানে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান। এ ছাড়া যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিমানবন্দরের বাইরে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হার্ট, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। যুক্তরাজ্যে তার উন্নত চিকিৎসার জন্যই এ সফর।

 

শেয়ার করুন