
দীর্ঘ সাত বছর পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন। বুধবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর মা-ছেলের এই আবেগঘন মুহূর্ত ক্যামেরায় বন্দি হয়।
তারেক রহমান মাকে আলিঙ্গন করে অভ্যর্থনা জানান। এ সময় তার স্ত্রী ডা. জোবাইদা রহমানও খালেদা জিয়াকে জড়িয়ে ধরেন। মা-ছেলের এই আনন্দঘন মুহূর্তের ছবি ও ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী এই দৃশ্য দেখে প্রতিক্রিয়ায় বলেন, “পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ তাআলা এভাবেই শীতল করে দিক। হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য!”
বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেছেন। বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৮ মিনিটে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তাকে নিয়ে তারেক রহমান গাড়ি চালিয়ে লন্ডন ক্লিনিকে নিয়ে যান। গাড়ির সামনের সিটে ছিলেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, আর পেছনের সিটে বসা ছিলেন খালেদা জিয়া। বিমানবন্দর থেকে ক্লিনিকে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়।
বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানাতে বাংলাদেশে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত নেতাকর্মীদের ঢল নেমেছিল। তারা ব্যানার-ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে স্লোগানের মাধ্যমে চেয়ারপারসনের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়ার যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ডে অবস্থিত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। তিনি দীর্ঘ দিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা এবং অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছেন।
এর আগে ২০১৭ সালে চোখ ও পায়ের চিকিৎসার জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন।