১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএনডিপির সঙ্গে বৈঠকে বসছে নাসির উদ্দিন কমিশন

শেয়ার করুন

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এই লক্ষ্যে ইউএনডিপি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে।

ইসি কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১৪ জানুয়ারি (মঙ্গলবার) দুপুর ১২টায় নির্বাচন কমিশন সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ইসির চাহিদা এবং ইউএনডিপি কীভাবে সহায়তা করতে পারে, সে বিষয়ে আলোচনা হবে।

এদিকে সিইসি নাসির উদ্দিন জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচনের সময় নির্ধারণ করবে, সেই অনুযায়ী নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত। এর অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদসহ প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ইতিমধ্যে জানানো হয়েছে, যদি সংস্কার কার্যক্রম সীমিত পর্যায়ে শেষ করা যায়, তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।

 

শেয়ার করুন