
অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দিয়েছে। প্রতি কেজি চালের ক্রয়মূল্য নির্ধারিত হয়েছে ৫৫ টাকা ৬ পয়সা। এতে মোট ব্যয় হবে ২৭৫ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৫ এর আওতায় এ চাল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আন্তর্জাতিক উৎস থেকে ৬ লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা করা হয়েছে।
দরপত্রের আওতায় জমা পড়া ছয়টি প্রস্তাবের মধ্য থেকে টেকনিক্যাল ও আর্থিকভাবে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড নির্বাচিত হয়। প্রতিষ্ঠানটি প্রতি মেট্রিক টন চাল সরবরাহ করবে ৪৫৮.৮৪ মার্কিন ডলার দরে।
এর আগে, ২০২৩ সালের ৪ ও ১৮ ডিসেম্বর একইভাবে ৫০ হাজার মেট্রিক টন করে নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল। সেসময় প্রতি কেজি চালের ক্রয়মূল্য যথাক্রমে ৫৬ টাকা ১২ পয়সা এবং ৫৪ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়।
খাদ্য অধিদপ্তরের তথ্যমতে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২ লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল এবং জিটুজি পদ্ধতিতে ১ লাখ মেট্রিক টন আতপ চাল ক্রয়ের চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং সরকারি খাদ্য মজুদ বৃদ্ধিতে সহায়ক হবে।