
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাত্রার আগে খালেদা জিয়ার প্রতি শুভকামনা জানিয়ে জি এম কাদের একটি বিবৃতি প্রদান করেন।
মঙ্গলবার এক বিবৃতিতে জি এম কাদের বলেন, “রাজনীতিতে খালেদা জিয়া একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। দেশ ও জনগণের কল্যাণের জন্য তাঁর সুস্থতা অত্যন্ত জরুরি। আমরা আশা করি, আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে চিকিৎসা শেষে দেশে ফিরবেন।”
জাপা চেয়ারম্যান খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতাও প্রকাশ করেছেন।