১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মালিবাগে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

শেয়ার করুন

মালিবাগে রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর মালিবাগে রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ।

সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাকা, সেমিপাকা ও কাঁচা মিলিয়ে প্রায় ২০০টিরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এই অভিযানের ফলে রেলের প্রায় ১.২ একর জমি দখলমুক্ত হয়েছে। স্থাপনাগুলো উচ্ছেদের পর এক্সক্যাভেটর দিয়ে পাকা প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়, যাতে ভবিষ্যতে সেখানে পুনরায় কোনো স্থাপনা নির্মাণ করা না যায়।

অভিযানের পটভূমি ও লক্ষ্য
বাংলাদেশ রেলওয়ে গত ৫ ডিসেম্বর দখলদারদের অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল। দখলদাররা নির্দেশনা না মানায় ১১ ডিসেম্বর থেকে দেশব্যাপী উচ্ছেদ অভিযান শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় আজ মালিবাগে রাজধানী ঢাকায় উচ্ছেদ কার্যক্রম শুরু হলো।

ঢাকার বাইরে বিভিন্ন জেলায়ও একইভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রেলওয়ের জমি উদ্ধার করা হয়েছে।

অভিযান অব্যাহত থাকবে
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকাসহ সারা দেশে রেলওয়ের সব

 

শেয়ার করুন