১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কাশ্মিরে ভারতীয় ৩ সৈন্য নিহত

শেয়ার করুন

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরের বান্দিপোরা জেলায় সেনাবাহিনীর একটি ট্রাক গভীর খাদে পড়ে কমপক্ষে তিন সৈন্য নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বান্দিপোরা জেলার এসকে পায়েন এলাকার কাছে সৈন্যদের বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সরকারি কর্মকর্তারা ধারণা করছেন, বৈরী আবহাওয়া এবং দুর্বল দৃষ্টিসীমার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, “বৈরী আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে আমাদের একটি গাড়ি খাদে পড়ে গেছে। আহত সৈন্যদের স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা এ কাজে সহায়তা করায় স্থানীয় নাগরিকদের প্রতি কৃতজ্ঞ।”

এর আগে, গত মাসেও জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় অনুরূপ একটি দুর্ঘটনা ঘটে। তখন সৈন্য বহনকারী একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে ৩০০ ফুট গভীর খাদে পড়ে। ওই ঘটনায় পাঁচ সেনা নিহত এবং পাঁচজন আহত হন।

 

শেয়ার করুন