১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সচিবালয়ে দুই দিক থেকে কেন আগুন, যা বললেন বুয়েটের অধ্যাপক

শেয়ার করুন

সচিবালয়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে—কেন ভবনের দুই পাশে ভিন্ন ভিন্ন কক্ষে আগুন লেগেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে সচিবালয়ের সাত নম্বর ভবনের দক্ষিণ দিক থেকে পূর্ব ও পশ্চিম পাশে ভিন্ন ভিন্ন কক্ষে আগুন জ্বলতে দেখা যায়

তদন্ত কমিটির সদস্য এবং বুয়েটের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইয়াছির আরাফাত খান এ বিষয়ে বলেন, ছবিটি আগুন লাগার অনেক পরে রেকর্ড করা। তিনি জানান, স্যাবোটাজ বা নাশকতার সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, শুরুতে এ সব জায়গায় আগুন ছিল না। অগ্নিকাণ্ডের আধা ঘণ্টা পরের দৃশ্যে করিডোর ও কিছু রুমে আগুন ছড়িয়ে পড়তে দেখা গেছে। রুমের জানালা দিয়ে সেসব জায়গার আগুন দেখা গেছে।

তিনি আরও উল্লেখ করেন, শুধুমাত্র ওই ছবিটির ওপর ভিত্তি করে নাশকতার ধারণা করা হতে পারে, তবে এটি আগুন ছড়িয়ে পড়ার পরে ধারণ করা একটি দৃশ্য। তিনি বলেন, করিডোরের মধ্য দিয়ে আগুন পূর্ব ও পশ্চিম দিকে ছুটেছে এবং পথে যেসব রুমে প্রবেশ সহজ হয়েছে বা যেগুলোতে অতি দাহ্য বস্তু ছিল, সেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, তদন্তে উঠে এসেছে যে, দাহ্য বস্তু বেশি থাকায় এবং এসি বিস্ফোরণের কারণে কিছু রুম বেশি পুড়েছে। সচিবালয়ের রুমগুলোর দরজা এবং অভ্যন্তরীণ কাঠামো ভিন্ন হওয়ায় যেখানে দাহ্য উপকরণ বেশি ছিল, সেগুলো দ্রুত পুড়ে গেছে। বিশেষত, ডেকোরেটেড রুমগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তদন্ত দলের বিশ্লেষণে দেখা গেছে, ভবনের কাঠামো এবং অভ্যন্তরীণ ডিজাইনের বৈচিত্র্যের কারণেই আগুন বিভিন্নভাবে ছড়িয়েছে এবং ক্ষতির মাত্রা ভিন্ন হয়েছে।

 

শেয়ার করুন