
চলমান শীত মোকাবিলায় শীতার্ত ও দুস্থ জনগণের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলা এবং দেশের সব পৌরসভার জন্য কম্বল ক্রয়ে ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শীতের শুরুতেই উত্তরাঞ্চলের ১৪টি জেলায় শীতার্তদের জন্য ১৫ হাজার ২৫০ পিস কম্বল বিতরণ করা হয়েছে। বরাদ্দকৃত কম্বল সঠিকভাবে বিতরণ এবং বরাদ্দ অর্থ দিয়ে কম্বল ক্রয়ে সংশ্লিষ্ট সব আর্থিক বিধি-বিধান মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকদের অধীনে উপজেলা নির্বাহী কর্মকর্তারা ইতোমধ্যেই জরুরি ভিত্তিতে কম্বল ক্রয় করে শীতার্ত ও দুস্থদের মাঝে বিতরণ সম্পন্ন করেছেন। কম্বল বিতরণ এবং ক্রয়ের কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।