১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু চর্চা করি না : মির্জা ফখরুল

শেয়ার করুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু গণতন্ত্রের চর্চা করি না। বাংলাদেশে গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হয়েছে, ফলে এখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠেনি। রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধে লিপ্ত হয়েছে। তবে সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রের চর্চা করলে আমরা আমাদের অধিকার অর্জন করতে পারব।”

শুক্রবার (৩ জানুয়ারি) দিনাজপুর সরকারি কলেজ মাঠে অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী ও গুণীজন সম্মাননা ২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষক।

তরুণ প্রজন্মের প্রসঙ্গ
মির্জা ফখরুল তরুণ প্রজন্মের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, “তরুণরাই আমাদের আশা ও স্বপ্ন। তাদের মধ্যে দেশপ্রেম ও কর্মক্ষমতা রয়েছে। তারা আন্দোলন করছে, প্রাণ দিচ্ছে। আমরা হেরে যেতে পারি না, জয় আমাদের হবেই।”

তিনি আরও বলেন, “যদিও স্বাধীনতার পর সৃজনশীল কিছু করার সুযোগ তৈরি হয়েছিল, ৫৩ বছরে আমরা একটি সুখী, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছি। নৈতিকতার অবনতিতে আমরা সংকীর্ণ রাজনীতিতে আটকে গেছি। তবে নতুন করে আমাদের মাঝে আশার আলো দেখা দিয়েছে। আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি—সত্যিকার অর্থে একটি সুখী, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার, যে স্বপ্ন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান দেখেছিলেন।”

অর্থনীতি ও সম্পদ পাচারের অভিযোগ
দেশের অর্থনীতি নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “আজ দেশের অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ফেলা হয়েছে। ফ্যাসিবাদী সরকার ১৫ বছরে অর্থনীতি ধ্বংস করেছে। প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে, যা গত ১৫ বছরে ২৮০ বিলিয়ন ডলারের বেশি।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, “তোমাদের দায়িত্ব অনেক। দেশের অর্থনীতিকে সচল করতে সঠিক নীতি নির্ধারণে তোমাদের মধ্য থেকেই দক্ষ পলিসি মেকার ও অর্থনীতিবিদ তৈরি হবে। এই প্রত্যাশা আমাদের।”

অনুষ্ঠানের অন্যান্য অতিথি
দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জাহেদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম গোলাম রব্বানী, দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল জব্বার, ঠাকুরগাঁও পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুর রহমান এবং দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আল আব্দুল্লাহ।

 

শেয়ার করুন