
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন ম্যানুভার অনুশীলন পর্যবেক্ষণ করতে রাজবাড়ীর কালুখালী যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এ সম্পর্কিত তথ্য বুধবার (০১ জানুয়ারি) জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গণমাধ্যমে জানিয়েছেন।
কালুখালী উপজেলার মিলিটারি ট্রেনিং এরিয়ায় (আরএমটিএ) চর খাপুড়া ও চর রামনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় শীতকালীন ম্যানুভার অনুশীলন ২০২৪-২০২৫ অনুষ্ঠিত হবে।
তথ্যসূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বেলা ১১টায় চর খাপুড়ায় অবস্থিত মিলিটারি ট্রেনিং এরিয়া হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর তিনি ভিউ পয়েন্টে অবস্থান করবেন। দুপুর ১২টায় তিনি ব্রিফিং পয়েন্টে গমন করে বক্তব্য প্রদান করবেন এবং সাড়ে ১২টায় বিশ্রামগারে গিয়ে প্রীতিভোজে অংশগ্রহণ করবেন। দুপুর ১টায় তিনি হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে যাবেন।
ম্যানুভার অনুশীলন পর্যবেক্ষণের অনুষ্ঠানে কয়েকজন উপদেষ্টা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সেনাবাহিনী প্রধান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এর আগে প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে চর খাপুড়ায় নিরাপত্তাবিষয়ক একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া, ড. মুহাম্মদ ইউনূসের আগমন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।