১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার
৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আঙুলের সেলাই কাটার অপেক্ষায় সৌম্য

শেয়ার করুন

সৌম্য সরকারের বিপিএলে খেলার সম্ভাবনা নিয়ে আপডেট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন টাইগার ওপেনার সৌম্য সরকার। স্লিপে ক্যাচ লুফে নিতে গিয়ে আঙুলে চোট পান তিনি। এতে পাঁচটি সেলাই দিতে হয় এবং এক্স-রে করে দেখা যায়, আঘাতপ্রাপ্ত স্থানে হাড় স্থানচ্যুত হয়েছে। ফলে বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছিল, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

প্রাথমিকভাবে আশা করা হচ্ছিল যে, সৌম্য বিপিএল শুরুর দিক থেকেই খেলতে পারবেন। তবে আঙুলের চোট এখনও পুরোপুরি সেরে না ওঠায় রংপুর রাইডার্সের হয়ে টুর্নামেন্টের শুরুতে মাঠে নামা সম্ভব হচ্ছে না।

তবে দ্রুত মাঠে ফেরার লক্ষ্যে চলতি সপ্তাহে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েছেন সৌম্য। বর্তমানে তিনি ওই ডাক্তারের তত্ত্বাবধানে রয়েছেন। আগামী সপ্তাহের মাঝামাঝি তার হাতে দেওয়া সেলাই কাটা হবে। এরপরই চূড়ান্তভাবে জানা যাবে, কবে নাগাদ তিনি খেলায় ফিরতে পারবেন।

বিসিবির মেডিকেল বিভাগ থেকে ধারণা করা হচ্ছে, সব ঠিক থাকলে বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকে সৌম্যর মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। বিসিবি সূত্রে আরও জানা গেছে, সৌম্যর আঙুলের অবস্থা পর্যবেক্ষণের ওপর নির্ভর করবে তার খেলার সময়সূচি।

সৌম্যর দ্রুত আরোগ্য কামনা করছে তার ভক্তরা। তাকে মাঠে ফিরে দেখে দলকেও শক্তিশালী করতে চাইছে রংপুর রাইডার্স।

 

শেয়ার করুন