১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার
৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পোষ্য কোটা বাতিল না করলে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবনে তালা

শেয়ার করুন

পোষ্য কোটা বাতিল না হলে প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দেওয়ার ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবি মানা না হলে প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দেওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। বুধবার (১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক লিখিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আম্মার বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষের প্রাথমিক সিলেকশন শুরু হবে আগামী ৫ জানুয়ারি। আমরা এ নিয়ে ২ জানুয়ারি পর্যন্ত সময় দিয়ে সাত দিনের আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সিদ্ধান্ত জানিয়েছে। আমরা তাদের ১১ শতাংশ কোটা রাখার সিদ্ধান্তকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং নিজেদের আল্টিমেটামের ওপর অনড় রয়েছি।”

তিনি আরও বলেন, “প্রশাসনের কাছে এখনো সময় আছে। ২ জানুয়ারি সকাল ৯টা ৫০ মিনিটের মধ্যে পোষ্য কোটা বাতিলসহ আমাদের তিনটি দাবি মানতে হবে। অন্যথায় সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা পর্যন্ত সময় দেওয়া হবে প্রশাসনিক ভবন ত্যাগ করার জন্য। এরপর আমরা প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দেব।”

এছাড়া তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, বৃহস্পতিবার থেকে সকল ক্লাস বর্জন করে এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য।

সালাউদ্দিন আম্মার উল্লেখ করেন, “বিগত জুলাই বিপ্লবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। সে সময় কোটার যৌক্তিক সংস্কার ছিল আন্দোলনের প্রধান ম্যান্ডেট। কিন্তু সেই যৌক্তিক সংস্কার আজও হয়নি। বরং বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তিতে একটি অযৌক্তিক পোষ্য কোটা রেখে দিয়েছে।”

এর আগে বুধবার দুপুরে ভর্তি কমিটির জরুরি সভায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সন্তানদের জন্য এক শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। তবে এই সিদ্ধান্তকে অযৌক্তিক এবং আন্দোলন দমন করার কৌশল হিসেবে অভিহিত করে ছাত্র আন্দোলনকারীরা তাদের অবস্থানে অটল থাকার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন