১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাহুবলে কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত চার

শেয়ার করুন

হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চারের একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা পুলিশের বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম।

নিহতদের মধ্যে রয়েছেন চাঁদপুর জেলার মিজান গাজী, মাহফুজ মিয়া এবং ভোলা জেলার রিয়াজ মিয়া।

এএসপি জহিরুল ইসলাম জানান, “আকিজ গ্রুপের কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন মারা গেছেন। এর মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং বাকি দুইজন হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের চাপ পরীক্ষা করার সময় বিস্ফোরণটি ঘটে। ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাজ চলছে।”

তিনি আরও জানান, বিস্ফোরণের খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

শেয়ার করুন