১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

রমজানে কোনো পণ্যের ক্রাইসিস থাকবে না

শেয়ার করুন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান রমজান মাসে কোনো পণ্যের সংকট হবে না বলে আশ্বাস দিয়েছেন। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হবে যাতে সাধারণ ভোক্তারা সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারেন।

তিনি জানান, পেঁয়াজ ও আলুর মূল্য নিয়ে সাম্প্রতিক সময়ে উদ্বেগ থাকলেও এসব পণ্যের মূল্য যৌক্তিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। রংপুর এবং রাজশাহী অঞ্চলে কোল্ডস্টোরেজের পণ্য যৌক্তিক মূল্যে বিক্রি করতে প্রশাসনের কঠোর নজরদারি ছিল।

রমজানে চাহিদাসম্পন্ন পণ্য যেমন সয়াবিন তেল, চিনি, ছোলা, খেজুর, সেমাই ইত্যাদির শুল্ক কমানো হয়েছে, যা পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সহায়ক হবে।

মাংসসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যদের সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ক্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন