১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব উত্তরে পূর্ব জয়পুর প্রাথমিক স্কুল সরকারি করণের দাবি পৃষ্ঠপোষকদের

শেয়ার করুন

মো নাজমুল মতলব (চাঁদপুর) প্রতিনিধি :

চরাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রাথমিক শিক্ষা কার্যক্রম নিয়ে স্কুল চালু করেছে পাটোয়ারী ফাউন্ডেশন।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামের পাটোয়ারী ফাউন্ডেশনের সদস্যদের পৃষ্ঠপোষকতায় ‘পূর্ব জয়পুর পাটোয়ারী প্রাথমিক বিদ্যালয়” নামে স্কুলটি চালু হয়। দীর্ঘ ৭ বছরেও সরকারি হয়নি স্কুলটি। খরস্রোতা মেঘনার ভাঙ্গনের শিকার হয়ে এক সময়ে প্রতিষ্ঠিত স্কুলটি মেঘনাগর্ভে বিলীন হয়ে যায়।

প্রায় ২০ বছর আগে জয়পুর চরটি জেগে উঠলে একই স্থানে ৭ বছর আগে স্কুলটি পূননির্মাণ করে পাটোয়ারী ফাউন্ডেশন। তবে নানা দপ্তরে ধরণা দিয়েও সরকারি করা যায়নি স্কুলটি।

শনিবার ২৮ ডিসেম্বর স্কুলটির বাৎসরিক অনুষ্ঠানে পৃষ্ঠপোষকরা সরকারি করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষা দপ্তরের।

অনুষ্ঠানে স্কুলটির শিক্ষক সহ পৃষ্ঠপোষক বুয়েটের সাবেক কেমিস্ট্রি স্টোর অফিসার আবু বকর পাটোয়ারী , কাজী হেলাল উদ্দিন,এ্যাড.শহীদ উল্লাহ, মোয়াজ্জেম হোসেন,মামুন উর রশিদ পাটোয়ারী শরিফ সহ ফাউন্ডেশন সদস্যরা উপস্থিত ছিলেন। আলচনায় তারা বলেন, শিক্ষা জাতীর মেরুদণ্ড এবং আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ ।

তারই চরাঞ্চলে এমন একটি বিদ্যালয় সরকারি সুবিধা ভুক্ত না হলে ছিটকে পড়বে হাজারো শিশু। মৌলিক অধিকার বঞ্চিত হয়ে তারা হবে দেশের বোঝা। জাতীয় সঙ্কট নিরসনে এসব শিশুদের শিক্ষা বিষয়ক মৌলিক অধিকার নিশ্চিত করা সময়ের দাবি বলে তারা মন্তব্য করেন।

শেয়ার করুন