
এ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো লিভারপুল। নিজেদের আঙিনায় শুরুতে গোল হজমের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লিভারপুল।
আর দ্বিতীয় হাফে পুরোটাই চলেছে লিভারপুল শো। দ্বিতীয় হাফের চতুর্থ মিনিটে (৪৯তম) লিভারপুলকে লিড এনে দেন কার্টিস জোন্স। আর ৮২তম মিনিটে গাকপোর পাস থেকে গোল করেন মোহাম্মদ সালাহ। ১৭ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৪২।