১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

হত্যাসহ চার মামলায় জড়িত, জামিন নামঞ্জুর: সালাম মুর্শেদী কারাগারে

শেয়ার করুন

খুলনায় হত্যাসহ চার মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ-সদস্য আব্দুস সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার আদালতে হাজির করাকে কেন্দ্র করে বিএনপির কর্মী-সমর্থক এবং মুর্শেদীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয়পক্ষকে সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়। সালাম মুর্শেদীকে আদালতে হাজির করার পথে বিএনপির কর্মী-সমর্থকরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। অপর দিকে সালাম মুর্শেদীর সমর্থকরা স্লোগানরতদের ওপর চড়াও হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খুলনা সদর থানার ওসি মনিরুল গিয়াস বলেন, সালাম মুর্শেদীকে আদালতে নেওয়ার পর কিছুটা উত্তেজনা ছিল। পরে পুলিশ তা নিয়ন্ত্রণে আনে। আদালত সূত্র জানায়, ২০২২ সালের ২২ অক্টোবর ফুলতলায় বিএনপির নেতাকর্মীর আওয়ামী লীগের সন্ত্রাসীরা লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের ৪ অক্টোবর আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ-সদস্য শেখ হেলালউদ্দিন ও আব্দুস সালাম মুর্শেদীসহ ২১৪ জনের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা হয়।

এতে খুলনা-৪ আসনের সাবেক সংসদ-সদস্য মুর্শেদীকে ৯ নম্বর আসামি করা হয়েছে।

এ বছর ১ অক্টোবর রাতে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে সালাম মুর্শেদীকে র‌্যাব গ্রেফতার করে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা পিপি অ্যাডভোকেট তৌহিদুর রহমান চৌধুরী তুষার ও মহানগর পিপি অ্যাডভোকেট শহীদুল আলম।

 

শেয়ার করুন