
রুবি জেনারেল হাসপাতালের চিফ জেনারেল ম্যানেজার (অপারেশন) শুভাশিস দত্ত বলেন, কোনো রোগীর চিকিৎসা দিতে অস্বীকার করাটা চিকিৎসা স্বাস্ত্রের নৈতিকতার বাইরে। বাংলাদেশ থেকে খুব কম সংখ্যায় এখানে রোগী আসছেন ঠিকই, কিন্তু তা সত্ত্বেও যে অল্প সংখ্যক রোগী আসছেন তাদেরকে আমরা সেবা দিচ্ছি এবং আগামী দিনেও সেই সেবা চালিয়ে যাব।
বাংলাদেশী রোগী বয়কটের দাবি অযৌক্তিক ও দুঃখজনক বলেও মন্তব্য করেছে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ।
দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালের এমডি এবং সিইও রূপক বড়ুয়া বলেছেন, জাতীয়তার ভিত্তিতে আমরা কোনো রোগীর সাথে বৈষম্য করতে পারি না।