১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার
৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মস্কোতে বিস্ফোরণে রুশ সামরিক কর্মকর্তা ইগর কিরিলভ নিহত

শেয়ার করুন

রাশিয়ার রাজধানী মস্কোতে গত মঙ্গলবার ইলেকট্রিক স্কুটারে লুকানো একটি বোমা বিস্ফোরণ নিহত হন রাশিয়ার পারমাণবিক সুরক্ষা ফোর্সের সিনিয়র জেনারেল ইনচার্জ লেফটেন্যান্ট জেনারেল আইগর কিরিলভ। এছাড়া তিনি রাশিয়ার রেডিওলজিক্যাল, কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল প্রতিরক্ষা বাহিনীর প্রধান ছিলেন।
কিরিলভ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে ইউক্রেন। এর পেছনে দেশটির গোয়েন্দা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন–এসইউবির হাত আছে বলে জানিয়েছেন কিয়েভের এক কর্মকর্তা।
তিনি বলেছেন, প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। এই অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার জন্য কিরিলভ একজন ‘বৈধ লক্ষ্যবস্তুতে’ পরিণত হয়েছিলেন।
আকস্মিক এই হামলার পর জেনারেল কিরিলভকে নিয়ে তৈরি হয়েছে নানা রকমের কৌতহল। কিরিলভ কে ছিলেন, তার কাজ কী ছিল এবং কীভাবে বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করা হয়েছে? এসব নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

শেয়ার করুন