১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার
৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ঢালিউডের দুই সুপারস্টারের পুনর্মিলন?

শেয়ার করুন

দীর্ঘদিন পর একই ফ্রেমে দেখা মিলল ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকা শাকিব খান ও আমিন খানকে। দর্শকদের প্রিয় এই জুটি একসঙ্গে স্ক্রিন শেয়ার করত প্রায় দুই যুগ আগে। তাদের অভিনীত ‘হীরা চুনি পান্না’, ‘উত্তেজিত’সহ একাধিক সিনেমা ঢালিউডে ব্যাপক সাফল্য পেয়েছিল।
শাকিব খান বছরের পর বছর ইন্ডাস্ট্রির শীর্ষে থাকলেও, আমিন খান কয়েক বছর ধরে চলচ্চিত্র থেকে অনেকটা দূরেই ছিলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাপ্রেমীরা প্রায়ই আমিন খানকে বড়পর্দায় ফিরে আসতে চান বলে জানান।
এবার দুই তারকার একসঙ্গে থাকা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় নতুন করে আশা জাগিয়েছে দর্শকদের মনে। অনেকে মনে করছেন, হয়তো শীঘ্রই এই দুই তারকাকে আবার একসঙ্গে সিনেমায় দেখতে পাবেন।
শাকিব খানের আসন্ন কোনো সিনেমায় আমিন খানকে নেতিবাচক চরিত্রে দেখতে চান অনেক দর্শক। আবার অনেকে মনে করেন, শাকিব খানের সিনেমায় নতুন ধরনের চরিত্রে আমিন খান দারুণভাবে ফিরে আসতে পারেন।
আমিন খান একাধিকবার জানিয়েছেন, ভালো কোনো চরিত্র পেলে তিনি অবশ্যই সিনেমায় ফিরবেন।
শাকিব খান ও আমিন খানের এই পুনর্মিলন ঢাকাই চলচ্চিত্রের দর্শকদের জন্য বড় সুখবর। তবে এই মিলন কতটা স্থায়ী হবে, তা এখনো জানা যায়নি।
এই ছবিটিতে শাকিব খান তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের টিশার্ট ও ক্যাপ পরে আছেন, অন্যদিকে আমিন খান ওয়ালটনের হুডি পরে আছেন।
দুই তারকার এই একত্রিত হওয়ার পেছনে কী কারণ, তা এখনো পরিষ্কার নয়। তবে একথা সত্যি যে, ঢাকাই চলচ্চিত্রের দর্শকরা এই দুই তারকাকে আবার একসঙ্গে স্ক্রিনে দেখতে মরিয়ে আছেন।

শেয়ার করুন