১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পর্তুগালের কাছে হেরে অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল

শেয়ার করুন

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিল সেমিফাইনাল পার হতে ব্যর্থ হয়েছে। শ্বাসরুদ্ধকর এক ম্যাচে পর্তুগালের কাছে টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো সেলেসাওদের। এ ফলে ব্রাজিল পঞ্চমবারের মতো শিরোপা স্পর্শের সুযোগ হারিয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) রাতে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও পর্তুগাল। ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। প্রথমার্ধে পর্তুগাল ছয়টি শট নিলেও এবং ব্রাজিল আটটি শট নিলেও কোনো গোল হয়নি। পরবর্তী সময়ও দুই দলের গোলের চেষ্টা ব্যর্থ হয়। ৯০ মিনিট খেলার পর ম্যাচটি পেনাল্টিতে গড়ায়।

টাইব্রেকারে প্রথম পাঁচ শটে দুই দলই নিখুঁত শট প্রদর্শন করে। এরপর ‘সাডেন ডেথ’-এ খেলা এগোলে পর্তুগালের হোসে নেতো কোনো ভুল না করে বল জালে পাঠান। এরপর ব্রাজিলের আঞ্জেলো শট নিতে গিয়ে গোল করতে ব্যর্থ হন। আঞ্জেলোর এই ব্যর্থতায় পর্তুগাল নিশ্চিত করে ফাইনালে উঠেছে।

পর্তুগালের হয়ে ফাইনালে রোনালদোর উত্তরসূরিরা অস্ট্রিয়ার মুখোমুখি হবে।

সিএনআই/২৫

শেয়ার করুন